বুধবার, ১০ই অক্টোবর, ২০১৮ ইং ২৫শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

মসজিদে যাওয়ার সময় সিগারেটের গন্ধ লাগলে কি ওজু ভেঙ্গে যায়?

নিউজ ডেস্ক।। ধূমপান যারা করে, অনেক সময় সিগারেট খেয়ে তারা মসজিদে ঢোকার আগে এই সিগারেট ফেলে দেন। সে ক্ষেত্রে তাদের নামাজ হবে কি না?

উত্তর হলো, ধূমপান করে সরাসরি মসজিদে প্রবেশ করা হারাম কাজ। যেহেতু নবী (সা.) হাদিসের মধ্যে এরশাদ করেছেন, ‘যে এ দুটি জিনিস (পেঁয়াজ ও রসুন) খেলো, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে।’ (বুখারি শরিফ: ৮১১)

একটা হলো কাঁচা পেঁয়াজ। আরেকটা হলো যেগুলোর মধ্যে গন্ধ আছে, রসুন জাতীয়, এর মধ্যে গন্ধ আছে। এই গন্ধযুক্ত জিনিস কেউ যদি খায় অথবা পান করে মসজিদে প্রবেশ করে থাকে, তাহলে তার এ কাজটি হারাম। যেহেতু এর মাধ্যমে মসজিদের মুসল্লিরা সবাই কষ্ট পাবে। দুর্গন্ধময় একটা পরিবেশ মসজিদের মধ্যে সে তৈরি করবে। আল্লাহর ঘরের পবিত্রতার যে পরিবেশ আছে, সেটি নষ্ট হবে।

সে ক্ষেত্রে ধূমপায়ীর জন্য উচিত হবে, অবশ্যই ভালো করে দাঁত ব্রাশ করে এবং মুখ ধুয়ে তার পরে মসজিদে আসবেন। মসজিদে আসতে যেহেতু নিষেধ করা হয়েছে, তাহলে এ কাজটি এখানে হারাম হবে। তবে ধূমপানের গন্ধ গায়ে লাগলে ওজু ভাঙবে না। কেননা, ওজু ভঙ্গের কারণগুলির মধ্যে এটি নেই।