রাস্তার মাঝে হলুদ-সাদা দাগের অর্থ কী?
অনলাইন ডেস্ক : চলার সময় আমরা প্রায়ই রাস্তায় টানা হলুদ ও সাদা লাইন দেখি। তবে এর অর্থ জানা রয়েছে আপনার? গাড়ির ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার দেওয়ার সময় অনেকেই হয়তো এ বিষয়ে জাননে। কিন্তু গাড়ি ড্রাইভ না করলেই যে জানবেন না, তা তো নয়। অন্তত জরিমানা এড়াতে এটা জেনে রাখা ভাল৷ তার চেয়েও বড় কথা, এই অজ্ঞতার জন্য হয়তে দুর্ঘটনার শিকার হতে পারেন আপনিও।
আপনি কোথায় ওভারটেক করতে পারবেন, আর কোথায় পারবেন না, তা এই লাইনেই বুঝিয়ে দেওয়া হয়। ভাঙা ভাঙা সাদা লাইন যদি দেখেন, তার অর্থ- ওই রাস্তায় আপনি লেন বদলাতে পারেন। কিন্তু তা সাবধানে, সতর্কতার সঙ্গে করতে হবে।
আর রাস্তায় টানা হলুদ লাইনের অর্থ, আপনাকে ওই রাস্তায় ওভারটেক করার অনুমতি রয়েছে৷ কিন্তু, হলুদ লাইন ক্রস করে বেরোতে পারবেন না। আর যদি সেটাই দুটো হলুদ লাইন পাশাপাশি সমান্তরাল ভাবে যায়, তার অর্থ আপনি কোন ভাবেই লাইনের বাইরে বেরোতে পারবেন না৷