শুক্রবার, ১২ই অক্টোবর, ২০১৮ ইং ২৭শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়া তিন বিচারপতি হলেন জিনাত আরা, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান ননী।

সোমবার বিকেলে হাইকোর্ট বিভাগ থেকে নতুন তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ দেয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

দীর্ঘদিন শূন্য থাকার পর নতুন তিনজনকে নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা দাঁড়ালো সাতজনে।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন। অপর বিচারপতিরা হলেন— বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

এর আগে সর্বশেষ ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল। তারা হলেন— হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা। এদের মধ্যে বিচারপতি নিজামুল হক অবসরে গেছেন এবং বিচারপতি বজলুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সমকাল