১লা নভেম্বর, ২০১৬ ইং, মঙ্গলবার ১৭ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 6 » দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ (সরাসরি)


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ (সরাসরি)


Amaderbrahmanbaria.com : - ৩০.১০.২০১৬

তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাাট করছেবাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে রানের সংখ্যা ২০০/৪। আর মাঠে গড়িয়েছে ৪৮ তম ওভার ।
নিজের ব্যক্তিগত ঝুলিতে ২০০রান তুলে সাঁজঘরে ফেরেন ইমরুল।
এর আগে, দ্বিতীয় ইনিংস শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৫২ রান।
শুক্রবার প্রথম দিন মোট খেলা হয়েছে ৭৬.২ ওভার। এরমধ্যে বাংলাদেশ ব্যাটিং করেছে ৬৩.৫ ওভার, ইংল্যান্ড ১২.৩ ওভার। বৃষ্টির কারণে প্রথম দিন কমপক্ষে ১২.৩ ওভার খেলা হতে পারেনি। মানে মোট এক ঘণ্টাখানেক কম হয়েছে প্রথম দিনের খেলা। এ কারণে আজ দ্বিতীয় দিন আধা ঘণ্টা আগে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু আজ নয়, তৃতীয় দিনেও সাড়ে ৯টা থেকে খেলা শুরু হবে জানা গেছে। পরিস্থিতি যা তাতে, বাকি দিনগুলোতেও খেলা সাড়ে ৯টায় শুরুর সম্ভাবনা বেশি। কারণ সকালে পর্যাপ্ত আলো থাকে। শীত শুরু হওয়ায় বিকালের দিকে কুয়াশা পড়ছে। ফলে আলোর স্বল্পতা দেখা দিচ্ছে এ সময়। চট্টগ্রাম টেস্টেও এমনটা দেখা গেছে।
গতকাল প্রথম দিন ৫৯ ওভার থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত কৃত্রিম আলোতেই খেলা হয়। মিরপুরে তামিম ইকবালের সেঞ্চুরি ও মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২২০ রান করে অলআউট হয় টাইগারররা। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। প্রথম ম্যাচে ২২ রানে জয় পেয়েছিল ইংলিশরা। তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close