নিজস্ব প্রতিবেদক : সরকারি আশ্বাসের পরিপ্রেক্ষিতে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকা হয়েছিল।
সিএনজি স্টেশন মালিক সমিতি ও পেট্রল পাম্প মালিক সমিতি সূত্র জানায়, যেসব দাবির পরিপ্রেক্ষিতে তারা ধর্মঘট আহ্বান করেছিল, সরকার সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তাদের উদ্দেশ্য ধর্মঘট করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা নয়। তারা চায় দাবির বাস্তবায়ন।
শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে অনুষ্ঠিত এক সভার পর পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনের দুটি মালিক সমিতির নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
সরকারি সূত্র জানায়, পেট্রলপাম্প ও সিএনজি স্টেশনের মালিকদের দাবিগুলোর বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ তৈরি জন্য দুটি কমিটি করা হয়েছে। একটি কমিটি করা হয়েছে যোগাযোগ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে।
অন্য কমিটি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব আহসানুল জব্বারের নেতৃত্বে। কমিটি দুটি আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দেবে। তার ভিত্তিতে দাবি বাস্তবায়নের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
পেট্রল পাম্প মালিক সমিতি যেসব দাবিতে ধর্মঘট ডেকেছিল, তার মধ্যে প্রধান হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের মালিকানাধীন রাস্তার পাশের কিছু জায়গা ব্যবহারের জন্য অস্বাভাবিক মাশুল বাড়ানোর সিদ্ধান্ত পরিবর্তন ও জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়ানো। সব মিলিয়ে তারা ১২ দফা দাবি তুলেছে।