আন্তর্জাতিক ডেস্ক :বিদেশি বিমান নির্মাতা কোম্পানির কাছ থেকে ২০০ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করছে ভারত। ভারতের বিমানবাহিনী (আইএএফ) শনিবার এ তথ্য জানিয়েছে। তবে এসব যুদ্ধবিমান ক্রয়ে ভারত শর্ত দিয়েছে, বিমানগুলো নির্মাণে ভারতীয় কোনও কোম্পানিকে সহযোগী হিসেবে নিতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বিষয়টি জানা গেছে।
আইএএফর-এর দেওয়া তথ্য অনুসারে, একক ইঞ্জিনের ২০০টি যুদ্ধবিমান ভারতে উৎপাদনের আলোচনা চলছে। যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে ৩০০টিও হতে পারে। এসব যুদ্ধবিমান হবে সোভিয়েত যুগের প্রযুক্তিতে তৈরি পুরনো যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে। এগুলো নির্মাণে প্রায় ১৩-১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের সবচেয়ে বৃহত্তম সামরিক বিমান ক্রয়ের ঘটনা হবে এটা।
গত মাসেই ফ্রান্সের সঙ্গে অত্যাধুনিক ৩৬টি রাফালে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছে ভারত। এরপর আইএএফ নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরও যুদ্ধবিমান চাচ্ছে। বর্তমানে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের যুদ্ধবিমানগুলোর একতৃতীয়াংশ মোতায়েন রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন চায়, আগামীতে যেসব যুদ্ধবিমান ক্রয় করবে ভারত তা নির্মাণে যেনও ভারতীয় কোনও কোম্পানি সংশ্লিষ্ট থাকে। যাতে করে পরবর্তীতে নিজেরাই যুদ্ধবিমান নির্মাণে সক্ষম হয় ভারত।
বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, তারা ভারতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভারতে নির্মানে আগ্রহী। শুধু ভারতের সেনাবাহিনীর জন্য নয়, তারা এখানে নির্মিত বিমান রফতানিও করতে চায়। সুইডেনের সাবও গ্রিপেন বিমান নির্মাণের প্রস্তাব দিয়েছে।