নিউজ ডেস্ক : প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার মাস্টার মাইন্ড মেজর জিয়া। আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান। তিনি বলেন, দীপনকে হত্যার মামলার আসামি মঈনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান। এ ঘটনায় পাঁচজনকে তিনি পরিচালনা করতেন। এর আগে গত বছরের সাভারের ব্যাংক কলোনিতে রিয়াদ মোর্শেদ বাবু নামে এক ব্লগার হত্যায় সারাসরি জড়িত ছিলেন তিনি।
তিনি আরো বলেন, আনসার আল ইসলামে সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তদন্তে দেখা গেছে, বিভিন্ন অপ্রিতিকর ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সম্পৃক্তরা পেয়েছি। এরাই পরে নাম পরিবর্তন করে আনসার আল ইসলাম নামে সংঘটিত হয়েছে। তারাই এখন আনসার আল ইসলাম সংগঠনের সদস্য। তাই এই সংগঠনকে নিষিদ্ধ করা জন্য প্রতিবেদন দাখিল করছি। আশা করছি এ সংগঠনকে নিষিদ্ধ করবে সরকার। এতে সংগঠনটির কার্যক্রম দূর্বল হয়ে যাবে।