স্পোর্টস ডেস্ক :ত্রিনিদাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই কেবল টেস্টে নিজেদের শীর্ষ স্থানটি অটুট থাকত ভারতের। কিন্তু বেরসিক বৃষ্টির কবলে পড়ায় ওই ম্যাচটি ড্র হয়। আর সেই সুযোগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হাটিয়ে টেস্টে প্রথম বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যায় মিসবাহ-উল-হকের পাকিস্তান।
ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। অন্য দিকে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ সমতায় টেস্ট সিরিজ শেষ করার সুবাদে র্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে আসে পাকিস্তান। আর সেন্ট লুসিয়া টেস্ট জিতে ২-০ তে এগিয়ে থাকা বিরাট কোহলিদের শীর্ষে থাকার শর্তটা নির্ভর করছিল ত্রিনিদাদ টেস্টে জয়ের উপর। কিন্তু ওই ম্যাচে ড্র হওয়ায় কপাল খুলে যায় পাকিস্তানের।
তবে সম্প্রতি এই অবস্থান হারানোর পর নিজেরা অনুতপ্ত নয় বলে জানিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক কোহলি। র্যাঙ্কিং নিয়ে টিম ইন্ডিয়ার দলপতি জানান, ‘আমি আগেও বলেছিলাম র্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থান সর্বদাই একটি উত্তেজনা ছড়িয়ে দেয়। অন্যদলগুলো আমাদের চেয়ে ১০-১৫ টেস্ট বেশি খেলেছে। ঘরের সিরিজের পরেই কেবল আমরা নিজেদের বিচার করতে পারব।’
কোহলি আরও বলেন, ‘আমরা শেষ ম্যাচে জিততে পারলে কিংবা পাকিস্তান শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলে র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তণ আসতো না। এটি সব দলের জন্য প্রেরণার হলেও মনে রাখতে হবে তা সব সময়ের জন্য নয়। র্যাঙ্কিংয়ের ভাবনা নিয়ে আমরা খেলি না। ভলো একটি মৌসুম শেষ করাই আমাদের লক্ষ্য থাকবে।’