নিউজ ডেস্ক : ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, অতিরিক্ত ১৫টি হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি আরব। এতে করে ছয় থেকে সাত হাজার মুসল্লির হজে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা দূর হয়ে যাবে।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
ধর্মমন্ত্রী বলেন, ‘ভিসা জটিলতার কারণে আমাদের কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এতে করে ছয় থেকে সাত হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এ বিষয়টি ব্যাখ্যা করে সৌদি সরকারের কাছে অতিরিক্ত স্লট চেয়ে আবেদন করেছিলাম। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি সরকার আমাদের এই স্লট বরাদ্দ দিয়েছেন। এতে হজযাত্রীদের পরিবহন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।’
মন্ত্রী আরো বলেন, ‘এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার যাত্রী হজ করতে যাবেন। এর মধ্যে ৯২ হাজার ৫০০ জনের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকিদের ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে।’
সংবাদ সম্মেলনে ধর্মসচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।