২৭শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ১২ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


সরাইলে শিক্ষার্থীদের “মিড ডে মিল” ও পোশাক বিতরন


Amaderbrahmanbaria.com : - ২৩.০৮.২০১৬

মাহবুব খান বাবুল, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে : সরাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন “মিড ডে মিল”অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। ওই বিদ্যালয়ের ১০ জন দরিদ্র শিক্ষার্থীকে পোশাক দেয়া হয়। ইউএনও’র দফতর সূত্রে জানা যায়, বর্তমান নির্বাহী কর্মকর্তা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও উপস্থিতি শতভাগ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইতিমধ্যে তিনি উপজেলার ৫-৫টি বিদ্যালয়ের ৩ সহ¯্রাধিক শিক্ষার্থীর হাতে মিড ডে মিল তুলে দিয়েছেন। লক্ষমাত্রা ৫৪ হাজার শিক্ষার্থীকে এর আওতায় নিয়ে আসা। এরই অংশ হিসাবে গতকালের অনুষ্ঠান। সহকারি শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত মিড ডে মিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, সরাইল প্রেসক্লাবের সম্পাদক বদর উদ্দিন, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল প্রমূখ। ওই বিদ্যালয়ের ৫০৮ জন শিক্ষার্থীর হাতে জেলা প্রশাসক মিড ডে মিল ও পোশাক তুলে দেন। প্রধান অতিথি উপস্থিত অভিভাবকদের উদ্যেশ্যে বলেন, ছেলে মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। শিক্ষা ছাড়া কোন জাতী উন্নয়ন করতে পারেনি। আমরাও পারব না। সরকার আপনাদের ছেলে মেয়েদের বিদ্যালয়মূখী করার জন্য বিনামূল্যে বই, উপকরণ, উপবৃত্তি সহ বিভিন্ন ধরনের সুযোগ দিচ্ছে। কেউই বাল্য বিয়ের চিন্তা করবেন না। বাল্য বিয়েকে না বলে- সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলে মিলে কাজ করুন। ওদিকে ডিজিটাল সেবা প্রদান ও উন্নয়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশে শ্রেষ্ঠ্য জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় বিকেল ৩টায় ইউএনও’র কার্যালয়ে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেষ্ট ও গিফট প্রদান করা হয়। ডিজিটাল সেবা প্রদান ও শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসক উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ১০টি ল্যাপটপ কম্পিউটার তুলে দেন। এ সময় উপজেলার সকল দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close