লর্ডস-ইডেনের আদলে সিলেটে বাজবে ‘ঘণ্টা’
সিলেট প্রতিনিধি : টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী শনিবার এখানে মাঠে নামছে বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করছে স্টেডিয়ামটি।
সিলেটের অভিষেক এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিভাগীয় ক্রীড়া সংস্থা করছে নানা আয়োজন। তার মধ্যে ‘বেল’ বা ‘ঘণ্টা’ অন্যতম। ম্যাচের দিন এই ঘণ্টা বাজিয়েই শুরু হবে মাঠের লড়াই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল জানান, অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে বেল (ঘণ্টা) আনা হয়েছে। এই বেল বাজিয়ে ম্যাচ রেফারি ম্যাচ শুরু করবেন।
‘ঘণ্টা’ বাজিয়ে ম্যাচ শুরু ক্রিকেটের ঐতিহ্যের সাথে জড়িয়ে গেছে। ইংল্যান্ডের বিখ্যাত লর্ডসে টেস্ট ম্যাচ শুরু হয় ঘণ্টা বাজিয়ে। ২০০৭ সাল থেকে এই প্রচলন শুরু হয়। আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক কিংবা বিখ্যাত কোন ব্যক্তি ঘণ্টা বাজানোর সম্মানসূচক দায়িত্ব পান।
ভারতের বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেনেও এরকম ঘণ্টা রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। বিডি প্রতিদিন