মঙ্গলবার, ৯ই অক্টোবর, ২০১৮ ইং ২৪শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

আজ নতুন কর্মসূচি দেবে বিএনপি, কাল যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ সাত দফা দাবিতে আজ শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া আগামীকাল রোববার যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির তিন সদস্য। স্থায়ী কমিটির একাধিক সদস্য আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের আজকের ঘোষণায় দেশের বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সভা-সমাবেশের কর্মসূচি আসতে পারে। এর আগে গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাদের সঙ্গে যুগপৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

এদিকে গতকাল শুক্রবার বিকেলে সুপ্রিমকোর্টে আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। সেখানে ১০ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ওই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ একঝাঁক নেতা আসামি। এ নিয়ে বিএনপির আইনজীবী নেতাদের করণীয় নির্ধারণ করা হয়।

বৈঠকে রায় নেতিবাচক হলে আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠকে এতে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারসহ আইনজীবী নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: দৈ. আ.স