শনিবার, ১৪ই জুলাই, ২০১৮ ইং ৩০শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

ভেঙ্গে গেছে রেললাইন, মেরামত করা হলো কাপড় বেঁধে!

আপনি কি অবাক হবেন? নাকি ভাববেন চোখের ভুল? যদি আপনি দেখেন ক্ষতিগ্রস্ত রেললাইনে কাপড়ের টুকরো বেঁধে তা মেরামতের চেষ্টা করছেন রেলকর্মীরা, তাহলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন? আপনি বিশ্বাস করুন বা না করুন ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় বেকায়দায় পরেছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ।

সেই বিষয়কে ধামাচাপা দিতে মঙ্গলবার সন্ধ্যাতেই রেল কর্তৃপক্ষ জানায়, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার পুরোটা ঠিক নয়। রেল কর্তৃপক্ষ সাফাই দিতে গিয়ে জানায়, শুধুমাত্র ক্ষতিগ্রস্থ জায়গাটিকে সনাক্ত করার জন্যই সেখানে কাপড় বাঁধা হচ্ছিল।

মুম্বাই শহরতলির গোবান্ডি ও মানখুর্দের মধ্যে মঙ্গলবার রেল লাইনের ভাঙা অংশ নজরে আসে। এর আধঘণ্টার মধ্যেই তা মেরামত করা হয়। কিন্তু যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে ওই ভেঙে যাওয়া অংশে কাপড় বাঁধা হচ্ছে।