বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

রাস্তা বানাতে গিয়ে পাত্র বোঝাই সোনার মোহর

রাস্তা তৈরির কাজ চলছিল ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায়। খোঁড়াখুঁড়ি করার সময় হঠাৎ সেখান থেকে বেরিয়ে আসে একটি পাত্র। সোনার মোহরে ভরা, সঙ্গে একটি রূপোর মোহর ও এক জোড়া সোনার কানের দুল। ঘড়ায় মোট ৫৭টি সোনার মোহর ছিল বলে জানা গিয়েছে।

ভারতীয় বাংলা পত্রিকা ‘এবেলা’জানায়, চলতি মাসের ১০ তারিখে এই ঘটনাটি ঘটেছে। রাস্তাটি তৈরি হচ্ছিল কোন্ডাগাঁও জেলার দুটি গ্রাম, কোরকোটি ও বেদমার মধ্যে।

কোরকোটি গ্রামের সরপঞ্চ নেহরুলাল বাঘেল মোহর ভর্তি ঘড়াটি জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন স্বয়ং জেলাশাসক নীলকণ্ঠ টেকাম। তিনি আরও জানান যে, রাস্তা তৈরির সময় এক মহিলা শ্রমিকের নজরে পড়ে মোহরের ঘড়াটি।

এদিকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে, মোহরগুলি ১২ থেকে ১৩ দশকের। মোহরের গায়ে খোদাইয়ের কাজ দেখে মনে করা হচ্ছে, এগুলো তৎকালীন বিদর্ভ রাজ্যে (বর্তমানে মহারাষ্ট্র) যাদবদের শাসনকালের সময়কার।

প্রসঙ্গত, বিদর্ভ রাজ্য এক সময় দণ্ডকারণ্য পর্যন্ত বিস্তারিত ছিল। তখন বস্তারের সাতটি জেলা যাদব রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যা বর্তমানে ছত্তিশগড়ের অংশ।

সূত্র: এবেলা