বুধবার, ১৮ই জুলাই, ২০১৮ ইং ৩রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শনিবার সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা বন্ধ থাকায় প্রতিদিন ১২ শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। উল্লেখ্য, গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর ২রা জুলাই কারখানাতে উৎপাদন শুরু হয়।

১১ দিন চালু থাকার পর বয়লারে সমস্যা দেখা দেয়ায় সকাল থেকে আবারো কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানা কর্তৃপক্ষ জানান, বয়লারে ত্রুটি দেখা দেয়ায় কারখানাটি বন্ধ রয়েছে। পুণরায় উৎপাদনে আসতে ৩/৪ দিন সময় লাগতে পারে ।