সোমবার, ১৬ই জুলাই, ২০১৮ ইং ১লা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

রাস্তা বন্ধ খাকায় ভোগান্তিতে জনগন

নিজস্ব প্রতিবেদক : জাইকা, জাপান সরকারের সহায়তায় তৈরি হচ্ছে,মাননীয় প্রধানমন্ত্রীর সপ্নের মেট্রোরেল যা আমাদের বাংলাদেশের গর্ব। উত্তরার নতুন সেক্টরগুলোর পাশেই গড়ে উঠছে মেট্রোরেলের স্টেশন যেখান থেকে মেট্রোরেলের যাত্রা শুরু ও শেষ হবে। মেট্রোরেল স্টেশনের পাশেই আছে বিশাল আবাসিক এলাকা উত্তরা। আবাসিক এলাকাটির রাস্তা ঘাট দিয়ে ইতিমধ্যে মিরপুর ও সাভারে যাওয়া আসা করার জন্য হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করছে। মেট্রোরেলের কন্টা্টরের হলো আইটিডি ও সিনোহাইড্রো জেভি। তাদের কাজের ধীরগতির কারনে প্রকল্প কতৃপক্ষ তাদের প্রতি সন্তুস্ট না। মেট্রোরেলের সিভিলের কাজ এখন চলছে কিন্তু ওখানে গেলেই দেখা যাবে কন্টাকটরের লোকজন বিভিন্ন দিকে রাস্তাঘাট বন্ধ করে কাজকর্মে মহাব্যস্ত। রাস্তাঘাট গুলো বন্ধ করার কারনে উত্তরার অফিসগামি লোকজনকে অনেক দূর ঘুরে সাভার, ইপিজেড ও আশুলিয়ায় অফিস করতে যেতে হচ্ছে। আগে যেখানে সেকটরের নির্দিস্ট রাস্তা দিয়ে যেতে দুই মিনিট সময় লাগতো এখন সেখানে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগছে। কনস্টাকশনের কাজটির দেখভালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন আমিন ওরফে মামুন নামে এক ব্যাক্তি। যার প্ররোচনায় সাভারের ইপিজেড যাওয়া আসা করার একটি গুরুত্বপূর্ন রোড বন্ধ করে রাখা হয়েছে। যার কারনে বিদেশি বায়ারাও ঠিকমতো সঠিক সময়ে ফ্যাক্টরি পোছাতে পারছে না। কনস্টাকশন ইয়ার্ডের পাশেই বিকল্প রাস্তা তৈরি করবেন এটাই এই সমস্ত কাজের চুক্তিভিত্তিক নিয়ম। রাস্তাতো তারা তৈরি করেননি বরং সরকারি রাস্তা জনসাধারনকে ব্যবহার করতে দিচ্ছেন না। দুঃখজনক হলেও সত্যি কনটাকটরের নিয়োজিত আমিন নামের ব্যক্তিটি নিরাপত্তার নামে অনেককেই নাজেহাল করছেন। এতে করে জাইকা ও সরকারের প্রতি জনসাধারন রাস্তা দিয়ে চলার সময় বিরক্ত প্রকাশ করছেন। আমিন ওরফে মামুন এর নামে অনেকে তুরাগ থানায় অভিযোগও দিয়েছেন। থানার ওসি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।