সুন্দরীকে দেখানো বারণ!
খেলা চলার ফাঁকে গ্যালারিতে সুন্দরী বা আবেদনময়ী কোনো নারী সমর্থকের দিকে টিভি ক্যামেরা জুম করে ধরার প্রবণতা ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনালে না-ও দেখা যেতে পারে। ফিফা বিশ্বকাপের ব্রডকাস্টারদের ‘লিঙ্গ বৈষম্যমূলক’ এই চর্চা বন্ধ করতে বলেছে।
ফাইনালের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা এ তথ্য জানায়। ফিফার কর্মকর্তা ফেদেরিকো আদ্দিয়েচি জানান, বিশ্বকাপে গ্যালারিতে থাকা নারী সমর্থকদের এভাবে উপস্থাপন করা দূর করতে হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
ম্যাচ সম্প্রচারের সময় শুধু নারী সমর্থকদের ‘কাটঅ্যাওয়ের’ ব্যবহার বন্ধের জন্য ফিফা আনুষ্ঠানিক নীতিমালা করবে কি না- এমন প্রশ্নের জবাবে ফেদেরিকো জানান, ফিফার বর্তমান অবস্থান একটি স্বাভাবিক বিবর্তন।
এদিক দিয়ে রাশিয়া বিশ্বকাপের ব্রডকাস্টাররা চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপের চেয়ে কিছুটা উন্নতি করেছে। রাশিয়া বিশ্বকাপের সময় যখনই এরকম কোনো সুস্পষ্ট ঘটনা সামনে এসেছে, ফিফা হস্তক্ষেপ করেছে। ফিফা আশা করছে, ভবিষ্যতের টুর্নামেন্টগুলোয় বিশ্বজুড়ে কোটি কোটি টেলিভিশন দর্শক স্টেডিয়ামের নারী সমর্থকদের আরও সম্মানজনক উপস্থাপন দেখতে পাবে। ওয়েবসাইট।