১০ দিন ধরে পরিত্যাক্ত বাড়িতে প্রেমিক-প্রেমিকা, এরপর…
দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্কের জেরে গত ৪ জুলাই বাড়ি থেকে পালিয়ে যায় কক্সবাজারের পেকুয়ার জেএমসি স্কুলের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র আরমান (১৭) এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল নাঈমা (১৭)। তারা গিয়ে উঠেছিল পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে।
আজ শুক্রবার দুপুরে ওই পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক করে পেকুয়া থানায় নিয়ে আসে পুলিশ।
পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান বলেন, গত ৪ জুলাই সন্ধ্যায় শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) মুন্সীপাড়া গ্রাম থেকে নাঈমাকে অপহরণ করা হয়েছে-এমন একটি এজাহার নিয়ে আজ সকালে থানায় আসেন তার মা নিলুফা আকতার। এজাহার পেয়ে বাদীর দেখানো জায়গা থেকে দুজনকেই হেফাজতে আনা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, আরমানের সঙ্গে নাঈমার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু দুজনই অপ্রাপ্ত বয়স্ক। এই কারণে তাদের পুলিশ হেফাজতে আনা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য প্রথমে নাঈমাকে কক্সবাজার সদর হাসপাতালে ও পরে আদালতে পাঠানো হবে।
ওসি আরও বলেন, বয়সের কারণে ছাত্রীর মায়ের করা এজাহারের অভিযুক্ত হিসেবে আটক আরমানকে আদালতে পাঠানো হবে।