বৃহস্পতিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১২ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

রাজনৈতিক চাপে নতিস্বীকার করায় ভারতের লজ্জিত হওয়া উচিত: লর্ড কার্লাইল

নিউজ ডেস্ক: রাজনৈতিক চাপের মুখে ভারত যেভাবে নতিস্বীকার করল এবং ৭০ বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করেছে তাতে তাদের লজ্জিত হওয়া উচিত এবং এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত। বললেন, ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ সদস্য বিশিষ্ট আইনজীবী লর্ড কার্লাইল।

বুধবার রাতে তাকে দিল্লি বিমানবন্দর থেকে ব্রিটেনে ফিরে যেতে বাধ্য করে ভারত সরকার। পরে তিনি ব্রিটিশ এয়ারওয়েজের ফিরতি বিমানে লন্ডনে চলে আসেন। এরপর লন্ডনে স্কাইপিতে কথা বলেন দিল্লির কয়েকটি মিডিয়ার সঙ্গে।

সেখানে তিনি বলেন, ভারত সরকারের আচরণে তাদের গণতন্ত্রের প্রতি আমার শ্রদ্ধা চুরমার হয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক চাপে তারা যা করেছে তা খুবই অশোভনীয়। এজন্য তাদের কৈফিয়ত দেয়া উচিত।

লর্ড কার্লাইল বলেন, এবিষয়ে পরে তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ এই সদস্য আরও বলেন, ৭০ বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করল তাতে তাদের লজ্জিত হওয়া উচিত।

ভারতের বিমানবন্দরে যে অল্প কিছুক্ষণ তিনি ছিলেন, সেখানে শুধুমাত্র একজন তরুণ পোর্টার তাকে অসম্ভব সাহায্য করেছিল বলেও যোগ করেন লর্ড কার্লাইল। ভারতে ওই একজন মাত্র লোকের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।
চলতি বছরের মার্চ মাসে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ দেয় বিএনপি।

দিল্লিতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ১২ জুলাই তার ভারত যাওয়ার তারিখ ঠিক হয়। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মামলা নিয়ে কথা বলবেন বলে ঘোষণা দিয়েছিলেন।