সোমবার, ১৬ই জুলাই, ২০১৮ ইং ১লা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাতীয় ভিটামি ‘এ” প্লাস ক্যাম্পেইন ২০১৮ ( ১ম রাইন্ড) শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলার ৯ টি উপজেলায় অন্তত ৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা সিও অফিস এলাকায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌরসভার মেয়র নায়ার কবীর। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রঙের এ প্লাস ক্যাপসুল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাওয়ানো হয়।

এ সময় পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, হোসনে আরা বাবুল, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিম ভূইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।