স্পোর্টস ডেস্ক : হারতে হারতেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি ড্র করেছে স্বাগতিক ভারত। রাজকোটে প্রথম ও দ্বিতীয় ইনিংসে ইংলিশ ব্যাটসম্যানরা আধিপত্য দেখালেও কিছুটা হলেও পিছিয়ে ছিল ভারতের ব্যাটসম্যানরা।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫৩৭ রানের জবাবে ভারত সংগ্রহ করেছিল ৪৮৮ রান।
দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে এগিয়ে থেকে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। অধিনায়ক অ্যালিস্টার কুকের ১৩০ এবং হাসিব হামিদের ৮২ রানে ৩ উইকেটে ২৬০ রান করার পর ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
এতে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩১০ রানে। রোববার শেষ দিনের খেলায় ভারত সুযোগ পায় ৫২ দশমিক ২ ওভার ব্যাটিং করার। তবে এই ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা।
স্কোর বোর্ডে রান ১৭২। তবে দিনের খেলা শেষ হওয়ার কারণে আম্পায়াররা ম্যাচটি ড্র ঘোষণা করেছে। বিরাট কোহলি এবং রবিন্দ্র জাদেজার কল্যাণে ম্যাচটি ড্র করতে পেরেছে ভারত।