১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


ঘুষ নেয়ার সময় রাশিয়ার অর্থমন্ত্রী আটক


Amaderbrahmanbaria.com : - ১৫.১১.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ৮ থেকে ১৫ বছর কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে দুই মিলিয়ন ডলার ঘুষ নেয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে।

রয়টার্স জানায়, উলিইউকায়েভের মন্ত্রণালয়ের ইতিবাচক বার্তার পর গত অক্টোবরে সরকার-নিয়ন্ত্রিত রোসনেফট নামের তেল কোম্পানি আরেকটি তেল কোম্পানির ৫০ শতাংশ কিনে নেয়। সেই রোসনেফটের কাছ থেকেই উলিইউকায়েভ ঘুষ নেন।

১৯৯১ সালের ব্যর্থ ক্যুর পর সরকারের শীর্ষ কর্তাদের মধ্যে উলিইউকায়েভই সর্বশেষ আটক হলেন।

দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি এ ঘুষ কেলেংকারির বিষয়ে সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।

ইনভেস্টিগেটিভ কমিটির এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসবাদের পর রাতেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে দিমিত্রি পেসকোভ টাস নিউজকে জানান, উলিইউকায়েভের বিরুদ্ধে অভিযোগটি খুবই গুরুতর। একমাত্র আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close