১৮ই নভেম্বর, ২০১৬ ইং, শুক্রবার ৪ঠা অগ্রহায়ণ, ১৪২৩ বঙ্গাব্দ


বগুড়ায় ৫ পুলিশসহ ৭ নিহতের ঘটনায় মামলা


Amaderbrahmanbaria.com : - ১৪.১১.২০১৬

নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সারবোঝাই ট্রাকের চালক মো. ফজলু মোল্লাকে (৪৫) আসামি করা হয়েছে। তিনি পাবনার আমিনপুর উপজেলার বসন্তপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে। কুড়িগ্রাম পুলিশ বেতারের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল চৌধুরী বাদী হয়ে রবিবার রাতে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দণ্ডবিধির ২৭৯/ ৩০৮এর (ক)/ ৩০৪এর (খ)/ ৪২৭ পেনালকোড ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলা নং-১১। মামলার আসামি চালক মো. ফজলু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি খান মো. এরফান।

শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close