নিজস্ব প্রতিবেদক : চুরি যাওয়া রিজার্ভ থেকে প্রাপ্ত এক কোটি ৫২ লাখ ডলার সোম অথবা মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেড-এ বাংলাদেশ ব্যাংকের হিসাবে যুক্ত হবে। বাকী অর্থ উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।
রবিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, অর্থ উদ্ধারে এখনই আইনী কোনো পদক্ষেপ নেবে না বাংলাদেশ। কারণ খোয়া যাওয়া অর্থ উদ্ধারে ইতিবাচক অগ্রগতি লক্ষ্যণীয়। ফিলিপাইনে যাওয়া সব অর্থ ফেরত আনার বিষয়ে এ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে উচ্চ পর্যয়ের একটি প্রতিনিধি দল ফিলিপাইনে যাবেন। সেখানে দুই দেশের নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে কৌশল নির্ধারণ করা হবে।