নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি একেএম শহিদুল হক ব্রহ্মণবাড়িয়া নাসিরনগরে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবন্থা নেওয়া হয়েছে গোটা নাসির নগর এলাকায়। বিশেষ করে নাসিরনগর সদর ও আশপাশ এলাকায় এমন কড়া নিরাপত্তা দেখা যায়।
নাসিরনগর সদর এলাকাসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সদস্য মাঠে দেখা গেছে। মঙ্গলবার বেলা ১টার মধ্যে মন্ত্রী ও আইজিপির নাসিরনগরে প্রবেশ করার কথা রয়েছে।
ওখানে তাদের গৌরমন্দিরসহ ক্ষতিগ্রস্থ মন্দিগুলো পরিদর্শন করার কথা রয়েছে। বর্তমানে নাসরিনগরে স্থানীয় সংসদ সদস্য এবং মৎস ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হক উপস্থিত আছেন। সাথে স্থানীয় হিন্দু নেতাসহ এলাকাবাসী উপস্থিত রয়েছেন।
এদিকে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে বিশাল এক জনসভা। যে সভায় আসাদুজ্জামান খান কামালের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।