আন্তর্জাতিক ডেস্ক :দানা মাঝির কথা মনে পড়ে, মৃত স্ত্রীর লাশ কাঁধে নিয়ে প্রায় ১২ কি.মি. পথ পাড়ি দিয়েছিলেন তিনি। এবার প্রায় ২৪ ঘণ্টা ধরে ঠেলা গাড়িতে ঠেলে স্ত্রীর লাশ নিয়ে ৬০ কি.মি. পথ পাড়ি দিলেন ভারতের তেলেঙ্গানার এক ব্যক্তি।
রামুলু ও তার স্ত্রী কবিতা দুজনই ধবল রোগে আক্রান্ত। সম্প্রতি হায়দরাবাদের একটি রেলস্টেশনে স্ত্রী কবিতার মৃত্যু হয়। রামুলু চেয়েছিলেন তার স্ত্রীর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু অ্যাম্বুলেন্স অথবা অন্য কোনো যানবাহনে লাশ নিয়ে যেতে যে অর্থের প্রয়োজন সেটি তার কাছে ছিল না।
তাই ঠেলাগাড়িতে করে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের পথে রওনা হন রামুলু। শুক্রবার সকালে তিনি রওনা হন কিন্তু রাতে পথ হারিয়ে ফেলেন। শনিবার বিকেলে বিকারাবাদ পৌঁছান তিনি। তখন পথচারীদের নজরে আসে এক বৃদ্ধ নারীর মৃতদেহের পাশে কাঁদছেন। রামুলুর এই দুর্দশা দেখে মানুষ তাকে আর্থিক সাহায্যে এগিয়ে আসে। এরপর একজন অ্যাম্বুলেন্স খবর দেন। পরে সেই অ্যাম্বুলেন্সে লাশ পৌঁছানোর ব্যবস্থা করা হয়।