স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তোপ দাগলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এবার তিনি আর মেসির বিরুদ্ধে বলছেন না, বললেন ফেডারেশনের বিরুদ্ধেই। ম্যারাডোনার মতে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আর্জেন্টিনা!
নীল-সাদা জার্সিধারীদের বিশ্বকাপ দেওয়া ‘ফুটবল ঈশ্বর’ বলছেন, “আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে কেউ নেই যে, আমাদের হয়ে দাঁড়াবে। আমার তো মনে হচ্ছে শুধু বিশ্বকাপই নয়, অনূর্ধ্ব-১৫, ১৬, ১৮, ২০-এর আন্তর্জাতিক পর্যায়ের সব টুর্নামেন্ট থেকেই হেরে যাব। আর্জেন্টিনার জন্য ভয় করে আমার’’
বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচেও আর্জেন্টিনার পারফরম্যান্স ভালো নয়। আগামী ১০ নভেম্বর ব্রাজিল ও ১৫ নভেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচে কোনো কারণে হেরে গেলেই আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যাবে। তাই এখন একমাত্র ভরসা লিওনেল মেসির দিকেই তাকিয়ে গোটা দেশ।