৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


সেঞ্চুরিয়ানের সেঞ্চুরির আক্ষেপ


Amaderbrahmanbaria.com : - ২৮.১০.২০১৬

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দারুণ উত্তাপ শেষে ইংল্যান্ড জিতলেও ওই ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি বাংলাদেশ-ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই। কিন্তু আজ মিরপুরের ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল।


তবে আগে ব্যাট করতে নেমে তামিমর দুর্দান্ত শতকের পরও অন্ধকারে রয়েছে বাংলাদেশ শিবির। ১৭১ রানে ২ উইকেট হারানোর পর মাত্র ৪৯ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২২০ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। দলের এমন বিপর্যয়ের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আক্ষেপ ঝরেছে তামিমের কণ্ঠে। সবাই মিলে আর ১০০ রান যোগ করতে পারলে দল ভালো অবস্থানে থাকতে পারতো বলে জানান বাঁহাতি এ ওপেনার।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি বিপর্যয়কে ডিফেন্স করতে আসিনি। প্রথম ১০ ওভার ছাড়া ৩০-৩৫ ওভার ব্যাটিং হয়তোবা কঠিন ছিল। ২০-২৫ ওভার একটু সহজ ছিল। এটার কারণ হতে পারে ওই সময়টায় আমরা অ্যাটাকিং ছিলাম। বাউন্ডারি বলও পেয়েছি। যখন আপনি রানের মধ্যে থাকেন যেকোনো উইকেটেই ব্যাটিং করা সহজ মনে হবে। এছাড়া মুমিনুল যেভাবে ব্যাটিং করছিল তার ধরণও অসাধারণ ছিল।’

দলের বিপর্যয় নিয়ে তামিম বলেন, ‘বিপর্যয়কে যতই আমি ব্যাখ্যা দিতে চাই না কেন কোনোভাবেই ব্যাখ্যা দিতে পারব না। আমরা কিছু ভুল শট খেলেছি। এখান থেকে যদি ১০০ রান বেশি করতাম তাহলে খেলা আমাদের ফেবারে থাকত। কারণ আজকে শেষ দিকে কিন্তু বল স্পিন করা শুরু করছে। ৪৫ ওভারের পর বল স্পিন করা শুরু করছে। একটা জিনিস ওরা যেভাবে বল রিভার্স সুইং করেছে, আমাদের জন্য ওই ধরনের বল খেলা কিছুটা কঠিন ছিল। এটা কোনো অজুহাত না।’

রির্ভাস সুইং নিয়ে তামিম বলেন, ‘আমি একটা জিনিস শেয়ার করতে চাই, এ ধরণের বল আমরা কোনো জায়গায় খেলি না। ঘরোয়া লিগ কিংবা নেটে কোনো জায়গায় সুযোগ থাকে না। এখান থেকেই অনেক কিছু দেখার আছে, শেখার আছে, করার আছে। এটাই আর কি। সবাই মিলে যদি ১০০ রান বেশি করতাম, আমার থেকে শুরু করে রাব্বী পর্যন্ত তাহলে দলের অবস্থান ভালো থাকত।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close