৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


ইংল্যান্ড ৫০/৩, বৃষ্টিতে দিনের খেলা শেষ


Amaderbrahmanbaria.com : - ২৮.১০.২০১৬

 

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের সেঞ্চুরিতে মিরপুর টেস্টের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। কিন্তু শেষপর্যন্ত চরম ব্যাটিং বিপর্যয়ে প্রথম দিনেই ২২০ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।নিজেদের প্রথম ইনিংসে মিরপুর শেরে-ই বাংলায় নেমে ১২.৩ ওভার খেলতে পেরেছে ইংল্যান্ড দল। এরপর বৃষ্টির হানা। বৃষ্টির কারণে দিনের ১১.৩ ওভার খেলা হয়নি।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১২.৩ ওভার শেষে ৩ উইকেটে ৫০ রান করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। জো রুট (১৫) ও মঈন আলী (২) রানে অপরাজিত রয়েছেন । আউট হয়ে ফিরে গেছেন বেন ডাকেট (৭), অ্যালিস্টার কুক ১৪), গ্যারি ব্যালেন্স (৯)।

ব্যাট হাতে আজ বাংলাদেশ দলকে ভালো কিছু উপহার দিতে না পারলেও বল হাতে শুরুতেই টাইগার সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান সাকিব আল হাসান। দলীয় মাত্র ১০ রানের সময় ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন তিনি। এ সময় সাকিবের বলে মুশফিকের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন ইংলিশ ওপেনার বেন ডাকেট (৭)। নিজের প্রথম ওভারেই এ সাফল্য পান সাকিব।
সাকিবের পর ইংলিশ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন চট্টগ্রামে অভিষেকেই চমক উপহার দেওয়া মেহেদী হাসান মিরাজ। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে ফেরান তিনি। তার স্পিন ঘূর্ণিতে ক্রিজে আক্রমনাত্মক হয়ে উঠা কুক ব্যক্তিগত ১৪ রানেই এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন।

দলীয় ৪২ রানে ইংল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মিরাজ। এ সময় গ্যারি ব্যালেন্সকে নিজের দ্বিতীয় শিকারে পরিনত করেন মিরাজ।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন আনা হয়। পেসার শফিউল ইসলামের পরিবর্তে খেলন অফস্পিনার শুভাগত হোম। অর্থাৎ এইটেস্টে এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি। দলে চার স্পিনার।

ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন এসেছে। পেসার স্টুয়ার্ট ব্রডকে বিশ্রামে রেখে খেলানো হচ্ছে আরেক পেসার স্টিভেন ফিনকে। স্পিনার গ্যারেথ ব্যাটির জায়গায় খেলছেন স্পিন অলরাউন্ডার জাফর আনসারি।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close