৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » ‘দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না’


‘দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না’


Amaderbrahmanbaria.com : - ২৮.১০.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির স্থান থাকবে না।শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশের মানুষের ভাগ্য বদলাতে কেবল গদি নয়, গণবিরোধী, জাতীয় স্বার্থবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী রাজনৈতিক নীতি বদলাতে হবে। এ দেশে মুক্তিযুদ্ধবিরোধী রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। তরুণ প্রজন্ম তা অনেক আগেই বুঝিয়ে দিয়েছে। তাই এমন রাজনৈতিক পরিমণ্ডল তৈরি করতে হবে, যেখানে সরকারী দল ও বিরোধী দল উভয়ই মুক্তিযুদ্ধে স্বপক্ষের শক্তি হবে।

তিনি বলেন, গত ২৫ বছর ধরে বিএনপি ও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তারা সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু হয়ে মুক্তবাজার অর্থনীতির নামে লুটপাটের ব্যবস্থা চালু রেখেছে।

এর আগে দুপুর ৩ টা ২৩ মিনিটে সিপিবির একাদশ কংগ্রেস শুরু হয়। এ কংগ্রেসে ১২ দেশের ২৬ জন প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ৬৮৩ জন ডেলিগটস, ২০০ পর্যবেক্ষক অংশ নিয়েছেন।

সিপিবির কংগ্রেস উদ্বোধনের পর স্বাগত বক্তব্য রাখেন নারী নেত্রী লক্ষ্মী চক্রবর্তী। এরপর বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, কমরেড মনজুরুল ইসলাম খান।

সমাবেশ চলাকালে বিকেল ৪টার একটু আগে বৃষ্টি শুরু হয়। তবে কংগ্রেসের সকল কার্যক্রম তারা অব্যাহত রাখেন। এ সময় অনেক নেতা-কর্মী বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্নস্থানে আশ্রয় নেন। বিদেশি অতিথিদের নেওয়া হয় মূল মঞ্চের পাশে তৈরি করা তাবুতে। সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চারদিনব্যাপী কংগ্রেসের আয়োজন করেছে। আজ শুক্রবার দুপুরে এর উদ্বোধন করা হয়। শনিবার সকালে মহানগর নাট্যমঞ্চে সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। ২৯ ও ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close