৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » ‘ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য যুক্তিহীন’


‘ঢাবির ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য যুক্তিহীন’


Amaderbrahmanbaria.com : - ২৮.১০.২০১৬

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্ত্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।শুক্রবার ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

কোন শিক্ষক এমন ভিত্তিহীন তথ্য দিয়েছেন তা শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করার আহ্বান জানান উপাচার্য।

তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রণয়নে যে স্বচ্ছতা আছে এবং এর যে একটা মান আছে দেশব্যাপী তা স্বীকৃত। এ প্রক্রিয়া নিয়ে কে কী বলেছে, সেটি দেখে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তৈরি করি না। আমরা শিক্ষার্থীদের মান অনুযায়ী প্রশ্ন তৈরি করি । শিক্ষার্থীরা মুখস্থবিদ্যার কারণে অনেক ক্ষেত্রে ঝরে পড়ছে।

এর আগে ভর্তি পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা বৃদ্ধি নিয়ে বিবার্তার সাথে একান্ত আলাপকালে তিনি জানান, আমাদের দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সিলেবাস তার সাথে ঢাবির ভর্তি পরীক্ষার অনেক তফাৎ রয়েছে। সিলেবাস ভিন্ন থাকে এবং মুখস্থ বিদ্যার কারণে অনেকেই ঝরে যায়। স্কুল, কলেজগুলোতে শিক্ষার মান হ্রাস পেয়েছে।যে কারণে এই পর্যায়ে এসে অনেকেই কৃতকার্য হতে পারছে না।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সচিবালয়ে গত বুধবার জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতিসভায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, ফুটপাত থেকে অখ্যাত লেখকদের বই কিনে তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়। নীলক্ষেত থেকে কেনা বইয়ে প্রশ্ন করা হয় ঢাবির, যা মোটেই কাম্য নয়।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close