নিউজ ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এ আবেদন নামঞ্জুর করা হয়। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান শুননি শেষে এ আদেশ দেন।
এর আগে, সোমবার দুই দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। জামিন শুনানী আগামী ২৪ আগস্ট করতে চাইলে আদালত তা মঞ্জুর করেন। ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান এলাকা থেকে হাসনাত করিমকে গ্রেফতার করে পুলিশ। এর পরে ৩ আগস্ট ঢাকা মহানগর হাকিম ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৩ আগস্ট মূল মামলায় আরো ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফা রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে নজরে রাখা হয়েছিল।