মাত্র একটি টিকিট কিনেই ১৫৪ কোটি ডলার লটারি জিতলেন এক ভাগ্যবান ক্রেতা!
ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের লটারির ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন দক্ষিণ ক্যারোলাইনার এক ভাগ্যবান ক্রেতা। এই পুরস্কারের পরিমাণ ১৫৪ কোটি ডলার! তবে সে বিজেতার পরিচয় জানা যায়নি। রাজ্যটির আইন অনুযায়ী লটারি বিজয়ীরা নিজেদের পরিচয় গোপন রাখতে পারেন!
২০১৬ সালেও একটি পাওয়ারবল ড্রতেও একই অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছিলো। তবে এ পুরস্কার পেয়েছিলেন ৩ জন। আর এবারের পুরস্কার এককভাবে এক জনই পেয়েছেন। যুক্তরাষ্ট্রের রেকর্ড জ্যাকপটটির মূল্যমান ১৬০ কোটি ডলার। এবারের বিজেতা পেয়েছেন ১৫৪ কোটি ডলার। এটি মেগা মিলিয়নের রেকর্ড।
মেগা বলের ৫টি বলের আসা নম্বর যথাক্রমে ৫, ২৮, ৬২, ৬৫, ৭০। যুক্তরাষ্ট্রে মেগা বল, মেগা মিলিয়ন, লেটোর মতো বেশ কয়েক ধরণের লটারি প্রচলিত রয়েছে। এই লটারিগুলোর ড্র বেশ কয়েকভাবে হয়। তবে প্রতিটিতেই টিকেট কেনা হয়, এবং ক্রেতারা নিজেদের পছন্দমতো নম্বর নিতে পারেন। এর ফলশ্রুতিতে অনেকের নম্বর এক হয়ে যায় এবং পুরস্কার ভাগাভাগি করতে হয়। ডেইলি মেইল