কানাডাকে ক্ষমা চাইতে বলল সৌদি
ডেস্ক রিপোর্ট।। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের সাথে আলাপকালে কানাডার ইস্যু উত্থাপিত হলে তিনি বলেন, কানাডা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। এজন্য অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে।
যুবরাজ বলেন, বিষয়টি তাদের কারণেই হয়েছে। তারা জাতিসংঘের আইন এবং কাজের মূলনীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তারা এমন বিষয়ে হস্তক্ষেপ করেছে যা কানাডার স্বার্থের সাথে সম্পৃক্ত নয় এমনকি কানাডার নাগরিকদের সম্বন্ধেও নয়। এটি সম্পূর্ণ সৌদি আরবের আভ্যন্তরীণ বিষয়।
ব্লুমবার্গ এ সঙ্কট সমাধানের কথা বললে বিন সালমান বলেন, স্বাভাবিকভাবেই তাদের ক্ষমা চাইতে হবে। তেমনিভাবে তাদের বুঝতে হবে যে তারা ভুল করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে, বিষয়টিকে তারা আগের জায়গায় ফিরাতে যাচ্ছে।
কাতার সঙ্কট নিয়ে তিনি বলেন, সেখানে মার্কিন ঘাঁটি না থাকলে এক সপ্তাহের ভিতরেই কাতার সরকারের পতন ঘটত। উৎস : আল-আরাবিয়া