সংসদ নির্বাচন নিয়ে রয়টার্সকে যা বললেন বিএনপি মহাসচিব
অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বড় মাপের দল হিসেবে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি আমাদের রয়েছে। এখন আমাদের প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড, যেটা বাংলাদেশে নেই। আমরা একটি নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছি। কারণ অভিজ্ঞতা থেকেই বলছি ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।
রয়টার্সের ওই সংবাদে আরও বলা হয়, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতা ও বিক্ষোভ নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না। বেগম খালেদা জিয়াসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী এখনো কারাগারে। শেখ হাসিনার সরকারের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বয়কট করেছিল। তার সরকার এবারও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার গঠনের দাবি নাকচ করে দিয়েছে।
আজ বরিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। রয়টার্সকে ফখরুল বলেছেন, সমাবেশে দলের বর্তমান দাবি খালেদা জিয়ার মুক্তিসহ তত্ত্বাবধায়ক সরকারের ফিরিয়ে আনা, নির্বাচনে সেনা মোতায়েনসহ নিজেদের দাবি দাওয়া তুলে ধরবে। বিডি প্রতিদিন