মঙ্গলবার, ৯ই অক্টোবর, ২০১৮ ইং ২৪শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার ডেটিং অ্যাপে বিনিয়োগ

বিনোদন ডেস্ক : মূলত অভিনেত্রী। গায়িকা বা প্রযোজক হিসেবেও পরিচিত কম নয়। এবার আরো এক নতুন ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া। উদ্যোক্তা হিসেবে তিনি বিনিয়োগ করতে চলেছেন দুটি প্রতিষ্ঠানে, যার একটি বাম্বল মূলত ডেটিং অ্যাপ, অন্যটি হোলবার্টন স্কুল।

বিনিয়োগকারী হিসেবে যাত্রা শুরু করাকে নিজের নতুন শুরু বলছেন অভিনেত্রী, ‘নতুন অধ্যায়ের শুরু। উদ্যোক্তা হিসেবে বাম্বল এবং হোলবার্টন স্কুলের সঙ্গে যুক্ত হওয়াটা সম্মানের ব্যাপার। আশা করি এ উদ্যোগ প্রযুক্তিদুনিয়ার লিঙ্গ অসমতা দূর করতে সাহায্য করবে।’

বাম্বলের মতো ডেটিং অ্যাপ নারীরা পছন্দ করবে বলেও আশা তাঁর, ‘নারীরা ভালোবাসা চায়, তারা বন্ধুত্ব করতে চায়। এই অ্যাপে তা মিলবে।’

অ্যাপটিতে প্রিয়াঙ্কা কত বিনিয়োগ করেছেন জানা যায়নি, তবে হোলবার্টন স্কুলে তাঁর বিনিয়োগের পরিমাণ ৮২ লাখ ডলার। এরই মধ্যে অভিনেত্রীকে স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য করে নেওয়া হয়েছে।