নাইট শিফটে অফিসে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক : পরীক্ষামূলকভাবে চালু হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাইট শিফট। নাইট শিফটে ভোর ৫টা পর্যন্ত অফিস করতে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় অফিসে প্রবেশ করেন। এসময় তিনি সিটি কর্পোরেশন এলাকায় পরিচ্ছন্নতাসহ উন্নয়ন কাজ সরাসরি মনিটরিং করেন। এছাড়া ডিএসসিসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও রাতে অফিস করেন।
ডিএসসিসি সূত্রে জানা যায়, গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দাফতরিক কাজের গতিশীলতা আরো জোরদার করতে নাইট শিফট চালু করা হয়েছে। এ কারণে রাতে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদেরকে উপস্থিত থাকার জন্য এক অফিস আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে সংস্থার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে মেয়র নাইট শিফটে অফিস চালু করার কথা বলেন। ইত্তেফাক