রবিবার, ৭ই অক্টোবর, ২০১৮ ইং ২২শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

কুমিল্লায় বাসে আগুনের মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় হুকুমের আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুর ২টার পর কুমিল্লার ৫ নম্বর আমলি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত রোববার এ মামলার শুনানি হয়। সেদিন আসামিপক্ষ জামিন শুনানিতে অংশ নেয়।

রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য সময় চাইলে বিচারক আজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

এতে অগ্নিদগ্ধ হয়ে আট ব্যক্তি নিহত হন। এ ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার কেবিনে মেডিক্যাল বোর্ড, সঙ্গে ব্যক্তিগত চিকিৎসকও

‘চাইলেই ক্যামেরার সামনে নগ্ন হতে পারি’

বিএসএমএমইউ’র ডিলাক্স কেবিনে যেসব সুবিধা পাবেন খালেদা জিয়া

দুপুরে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে

দেশে ফিরেছেন ড. কামাল হোসেন

এবার সৌদিতে ব্যাংক পরিচালনার দায়িত্বে নারী

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত বোর্ডে যাঁরা

হুইলচেয়ারে নেয়া হলো খালেদা জিয়াকে (ভিডিও)

হাসপাতালে যেসব সুবিধা পাবেন খালেদা জিয়া