পুরুষরাও বলিউডে যৌন নিপীড়নের শিকার হয় : কাজল
বিনোদন ডেস্ক।। বলিউডের নামকরা অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে ‘আশিকা বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্তের আনা যৌন হেনস্তার অভিযোগে সরগরম পুরো ভারত। এমন অবস্থায় আর মুখে কলুপ এঁটে বসে থাকতে পারলেন না জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল।
গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাতকারে কাজল বলেন, ‘আমি নিজে কখনও এ ধরনের ঘটনার সম্মুখীন হইনি। যদি আমার সামনে মিস দত্তের সঙ্গে এমনটা হত তা হলে প্রতিবাদ করতাম।’ সম্প্রতি কাজল তাঁর নতুন সিনেমা ‘হেলিকপ্টার ইলার’ প্রচার ব্যস্ত। তাই নানা পাটেকরের বিরুদ্ধে আনা তনুশ্রীর অভিযোগ নিয়ে বিশদে খতিয়ে দেখে মন্তব্য করতে পারছেন না তিনি।
তবে তিনি বলেন, ‘কিন্তু এটা যদি ঘটে থাকে তা হলে খুবই অন্যায় হয়েছে। এমনটা হওয়া উচিত ছিল না। যৌন হেনস্থা কোনও নির্দিষ্ট লিঙ্গের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। আর কোনও ইন্ডাস্ট্রি এর থেকে মুক্ত নয়।’
কাজল বলেন, ‘ও যা বলছে তা অবশ্যই বাস্তব। আর আমি মনে করি না এ ধরনের ঘটনা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ রয়েছে। আমার মনে হয় আমরা যে কোনো ইন্ডাস্ট্রি নিয়েই কথা বলতে যাই না কেন, সব ক্ষেত্রেই এটা একটা মাথাব্যথার কারণ। পুরুষেরাও যৌন হেনস্থার শিকার হয়।’
তিনি বলেন, ‘আমি আগেও এ ধরনের বহু ঘটনার কথা গুজব আকারে শুনেছেন। তবে আমার সঙ্গে কখনও এমন কিছু হয়নি। সত্য ঘটনা আপনি কখনই জানতে পারবেন না, কারণ কেউ এগিয়ে আপনার সামনে এসে বলবে না ‘আমি এ কাজ করেছি।’ তাই এই ঘটনাগুলো কতটা সত্যি বোঝা যায় না।’
কাজল বলেন, ‘তনুশ্রীকে ভুগতে হয়েছে এটা দুঃখজনক। আমার সামনে এটা ঘটলে আমি সোজা উঠে দাঁড়াতাম বা অন্য কোনও ভাবে প্রতিবাদ করতাম।’
বলিউডের নিজস্ব #মি টু আন্দোলন শুরু করা উচিত কিনা সে প্রসঙ্গে এই অভিনত্রী বলেন, ‘এর কনসেপ্টটা শুধু বিখ্যাতদের প্রকাশ্যে মুখ খোলাই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে যে কোনো মানুষকে মুখ খুলতে উদ্বুদ্ধ করা। #মি টু আন্দোলনের সবথেকে বড় কথা নিজের পাশে দাঁড়ানো। যে কোনও পরিস্থিতিতে নিজের পাশে থাকা।’