সাংবাদিকদের শাসালেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক!
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘আপনারা যখন তখন ছাত্রলীগকে নিয়ে যাচ্ছেতাই ছাপিয়ে দিচ্ছেন। আমরা আপনাদের বলছি, এর পরে এমন কিছু হলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।’
আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেচ্ছ মুজিবের স্মরণ অনুষ্ঠানে গোলাম রব্বানী এসব কথা বলেন।
অনুষ্ঠান মঞ্চে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছার আগেও একবার গণমাধ্যমকর্মীদের সতর্ক করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
পত্রিকার প্রথম পাতায় ছাত্রলীগের কোন নিউজ হবে তার নির্দেশনা দিয়ে গোলাম রব্বানী বলেন, ‘আপনারা প্রতিনিয়ত তথ্য সন্ত্রাস ছড়াচ্ছেন। ভবিষ্যতে এমন হলে আইনানুগ ব্যবস্থা নিবো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসার পর আবার গোলাম রব্বানী একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। বলেন, ‘আমাদের নেত্রীর সামনেই বলতে চাই, আপনারা আর ছাত্রলীগকে নিয়ে যাচ্ছেতাই নিউজ করবেন না। নিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সোহাগ করা তারই সাজে শাসন করে যে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। আপনারা আমাদের ইতিবাচক খবর তুলে ধরুন। আপনারা আমাদের ইতিবাচক কর্মকাণ্ডের খবর পত্রিকার প্রথম পাতায় হেড লাইন করুন। আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ইতিবাচক কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এ সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দৈ.আমাদের সময়