বুধবার, ৫ই সেপ্টেম্বর, ২০১৮ ইং ২১শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

সিরিজ বাঁচাতে পারল না ভারত

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট হেরে নড়বড়ে ভারত ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল তৃতীয় টেস্টে। অধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং নৈপুণ্যে নটিংহ্যাম টেস্ট নিজেদের করে নেয় সফরকারীরা।

কিন্তু ঘুরে দাঁড়িয়ে আবারও ব্যর্থ। স্বাগতিক ইংল্যান্ড ঠিকই জিতে নিয়েছে সিরিজ। তাও আবার এক ম্যাচ হাতে রেখেই।

সিরিজের চতুর্থ ম্যাচে সাউথাম্পটনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্তটা ঠিক ছিল না বলেই হয়তো প্রথম দিনেই হারাতে হয়েছিল ১০ উইকেট। ভারতীয় বোলারদের তোপের মুখে ২৪৬ রান তুলতে পারে স্বাগতিকরা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মঈন আলীর বোলিং তাণ্ডবে দ্বিতীয় দিনেই ১০ উইকেট হারায় ভারত। ২৭৩ রান করে অল আউট হলেও এগিয়ে থাকে সফরকারীরা। মঈন আলী নেন ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ২৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নামা ইংল্যান্ড তুলে ২৭১ রান। এই ইনিংসে ভারতের হয়ে মোহাম্মদ শামি নেন ৪ উইকেট।

চতুর্থ দিনে জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে ২৪৫ রানও টপকাতে পারেনি টেস্ট র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা দলটা।

এই ইনিংসেও মঈন আলীর ঘূর্ণি তাণ্ডব। আগের ইনিংসের ৫ উইকেটের সঙ্গে যোগ করেন ৪ উইকেট।
৬০ রানে ম্যাচ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে ভারত। এক ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের যে দুজন ফুটবলারকে নিয়ে ভয়ে পাকিস্তান!

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ

ইংরেজি হরফে গ্রাহকদের বাংলা এসএমএস পাঠানো যাবে না

ছারপোকার কামড়ে আট ক্রিকেটার হাসপাতালে!

বদলে যাচ্ছে বাংলাদেশের পুরুষ ফুটবল?

দেশজুড়ে গ্রেফতারের হিড়িক : রিজভী

রোনালদো রিয়াল ছাড়ায় অবাক মেসি

ইউএস ওপেনের সেমিফাইনালে সেরেনা উইলিয়ামস

আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহৎ মসজিদ!