সৌদি জোটের হামলাটি ‘যুদ্ধাপরাধ’: হিউম্যান রাইটস ওয়াচ
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে একটি স্কুলবাসে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনাকে ‘স্পষ্টতই যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
এর আগে, এই হামলার ঘটনায় নিজেদের ‘ভুল হয়েছে’ বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন সেনাজোট।
৯ আগস্ট ইয়েমেনের সাদা প্রদেশে একটি স্কুল বাসের ওপর সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালায়। তাতে ৪০ শিশুসহ ৫১ জন নিহত হয়।
অবশ্য এ ঘটনাকে ‘ভুল হয়েছে’ বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন সেনাজোট। এই হামলায় ব্যবহৃত হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি বোমা।
হামলার পর পর ইয়েমেনের একজন স্থানীয় সাংবাদিক বোমার টুকরার অংশবিশেষের ছবি প্রকাশ করে তা মার্কিন বোমা বলে দাবি করেছিলেন।
সিএনএনের খবরে বলা হয়, এর আগে ২০১৬ সালের অক্টোবরে ইয়েমেনের একটি দাফন অনুষ্ঠানে বিমান হামলায় ১৫৫ জন নিহত হয়। ওই হামলায় ব্যবহৃত বোমার সঙ্গে এই বোমার মিল রয়েছে। ওই সময় ‘ভুল তথ্যের’ ভিত্তিতে বোমা হামলাটি চালানো হয় উল্লেখ করে এর দায় স্বীকার করেছিল সৌদি জোট।