জ্যামাইকায় টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম টেস্টে বিশাল জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করতে নামবে।
টেস্ট র্যাংকিংয়ে নিজেদের অস্টম অবস্থান ধরে রাখতে এই ম্যাচে জয়ব্যতীত কোন পথ খোলা নেই বাংলাদেশের সামনে। ম্যাচে ড্র কিংবা পরাজয়, যেকোন ফলাফলেই আবারো নয় নম্বরে নেমে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। পেসার রুবেল হোসেনের বদলে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। স্বাগতিকদের একাদশে অভিষেক হয়েছে তরুণ পেসার কেমো পলের।