শনিবার, ১৪ই জুলাই, ২০১৮ ইং ৩০শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

অপুষ্টিতে ভুগছে উত্তর কোরিয়ার বেশিরভাগ শিশু: জাতিসংঘ

উত্তর কোরিয়ার ৫ জন শিশুর মধ্যে ১ জনই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছেন পিয়ংইয়ং সফররত জাতিসংঘ প্রতিনিধিদল।

কোরিয়া সফরের প্রথম দিন শেষে টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সেক্রেটারি জেনারেল মার্ক লোকোক বলেন, ‘এখানে মানবিক সাহায্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। গ্রাম এলাকার অর্ধেকেরও বেশি শিশু পরিস্কার পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় না।’

এই সফরে লোকোক উত্তর কোরিয়ার হেড অব স্টেট কিম ইয়ং চোল এবং স্বাস্থ্যমন্ত্রী জাং জুন সাং এর সঙ্গে দেখা করেন। স্থানীয় হাসপাতাল পরিদর্শন করে লোকোক বলেন, এখানে ১৪০ জনের মত যক্ষ্মারোগে আক্রান্ত কিন্তু মাত্র ৪০ জনের জন্য প্রয়োজনীয় ঔষধ আছে। এছাড়া দেশটির বেশিরভাগ হাসপাতালেই চিকিৎসা ও ঔষধ সামগ্রীর ব্যাপক ঘাটতি রয়েছে।

দেশটিতে মানবিক সাহায্য বৃদ্ধির প্রচারণার অংশ হিসেবে যাওয়া এই সফরে তিনি অধিকারকর্মীদের উত্তর কোরিয়ার পরিস্থিতি উন্নয়নে সাহায্য করার আহ্বান জানান। জাতিসংঘ জানায়, ‘এই অঞ্চলের ৬ মিলিয়ন মানুষের স্বাস্থ্য, পানি, স্যানিটেশন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য ১১১ মিলিয়ন অর্থ প্রয়োজন। ইতোমধ্যেই তহবিলের অভাবে জাতিসংঘ কিন্ডারগার্ডেনে নিউট্রেশন সহায়তা বন্ধ করতে বাধ্য হয়েছে।’

পারমাণবিক অস্ত্র এবং ব্যালেস্টিক মিসাইল তৈরি ও উন্নয়নের জন্য দশকব্যাপী উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে। মানবিক সাহায্য এর অর্ন্তগত না হলেও কর্তৃপক্ষ বলছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে দেশটিতে এই সাহায্য পৌঁছাতেও বিলম্ব হচ্ছে। গার্ডিয়ান।