তিউনিশিয়ার ব্যাংককে ১১৯ মিলিয়ন ডলার ঋণ দিবে জার্মানি
তিউনিশিয়ার ব্যাংককে ১১৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিবে জার্মানি। বুধবার আর্থিক এবং ব্যাংকিং খাতে বাজেট ও সংস্কার নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে দুই দেশ।
বিবৃতিতে বলা হয়, এই চুক্তির অধিনে জার্মানি তিউনেশিয়াকে যে ঋণ দিবে তার সুদের হার ২.৩ ভাগের বেশি হবে না এবং ৫ বছর অতিরিক্ত সময় সহ এই ঋণ ফেরত দেয়ার সময়সীমা হবে ১৫ বছর।
এছাড়া তিউনেশিয়া বুধবার বিশ্বব্যাংকের সঙ্গে ৬৩০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে বিশ্বব্যাংক দেশটির সরকারের বাজেটে সহায়তা বাবদ ৫০০ মিলিয়ন ডলার এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের জন্য ১৩০ মিলিয়ন ডলার দিবে। মিডল ইস্ট মনিটর।