কসবায় মাদক ও চোরাচালান রোধে মতবিনিময় সভা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার সকাল সাড়ে দশটায় সীমান্তে নারী শিশু ও মাদক পাচার রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. জুবায়ের হাসনাৎ, পিএসসি, এলএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদুর রহমান, পিএসসি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বাহাউদ্দিন, কসবার থানার অফিসার ইন চার্জ মো. আবদুল মালেক, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশিদ ঢালি, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, অধ্যক্ষ মো. তসলিম মিয়া, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবদুল হান্নান।
এতে এলাকার গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।