অবশেষে উদ্ধার হলো ইমনের লাশ
রাজধানীর কামরাঙ্গীর চরে খালের পানিতে ডুবে যাওয়া শিশু ইমনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
এর আগে রাজধানীর কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের পাশে খেলাধুলার সময় এক বন্ধু ময়লা ডোবার পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অপর বন্ধু নিখোঁজ হয়। স্থানীয় বাসিন্দারা হৃদয়কে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ইমনকে উদ্ধারে নামে।
রোববার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টায় পুরান ঢাকার নবাবগঞ্জ বড় মসজিদের অদূরে বেড়িবাঁধের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শহীদুর রহমান জানান, রোববার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে পূর্ব রসুলপুর মুকুলের বাড়ির ভাড়াটিয়া রজব আলীর ছয় বছর বয়সী ছেলে হৃদয় আর তার বন্ধু ইমন বাসার অদূরে বেড়িবাঁধের পাশে ময়লার স্তুপে খেলা করছিল।
খেলাধুলা করতে করতে তারা পাশের ডোবার পানির কাছাকাছি গেলে এক পর্যায়ে ময়লার স্তুপে পা দিতেই হৃদয় ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় ইমন তাকে বাঁচাতে গেলেই একইভাবে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার সময় দুই শিশুর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে আসে।
শহীদুর রহমান জানান, তারা পৌঁছার আগেই স্থানীয় বাসিন্দারা হৃদয়কে উদ্ধার করে। সে সুস্থ রয়েছে। তবে তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেও ইমনকে উদ্ধার করতে পারেননি। অবশেষে সোমবার (২ জুলাই) সাড়ে ৩টার দিকে উদ্ধার করে সার্ভিসের উদ্ধারকারী দল।
তিনি জানান, বেড়িবাঁধের পাশে বুড়িগঙ্গা শাখা নদীতে ময়লা-আবর্জনা ফেলার কারণে তা এখন ছোট্ট ডোবা। ময়লা-আবর্জনায় ডোবা ভরাট হলেও নিচের দিকে ময়লা-আর্বজনা নরম। শিশু দুটি ওইখানে পড়ে যায়।