বৃহস্পতিবার, ৫ই জুলাই, ২০১৮ ইং ২১শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

নকিয়ার এই ফোন মাতাবে বিশ্ব

বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তি ডেস্ক : বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে নতুন ফ্লাগশিপ ফোন আনছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। মডেল নকিয়া এইট সিরোকো।

৬ জিবি র‌্যামের এই ফোনটিতে অ্যানড্রয়েড ৮.১ অপারেটিং সিস্টেমে চলবে। এতে থাকছে ৫.৫ ইঞ্চির এইচডি পিওএইটি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লের দুই পাশে কার্ভড। যা বাড়তি সৌন্দর্য যোগ করেছে।

ফোনটি পরিচালনার জন্য রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। এর স্টোরেজ ১২৮ জিবি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

আরও : বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করতে হাইকোর্টে রিট

এটি ডুয়াল রিয়ার ক্যামেরা বিশিষ্ট। একটি সেন্সর ১৩ এমপি টেলিফোটো লেন্স। অপরটি ১২ এমপির ওয়াইড লেন্স। লেন্স তৈরি করেছে জেইস অপটিক্স। তবে এর ফ্রন্ট ক্যামেরাটি যথেষ্ট দুর্বল, মাত্র ৫ মেগাপিক্সেলের।

নকিয়া এইট সিরাকোতে ব্যাটারি দেওয়া হয়েছে ৩২৬০ এমএএইচ ক্ষমতার।

ফোনটির দাম হবে প্রায় ৬০ হাজার টাকার মত। শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে।

Print Friendly, PDF & Email