g রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে আহ্বান জানাতে মিয়ানমার যাবে বাংলাদেশের বৌদ্ধ নেতারা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১২ই নভেম্বর, ২০১৭ ইং ২৮শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের নির্যাতন বন্ধে আহ্বান জানাতে মিয়ানমার যাবে বাংলাদেশের বৌদ্ধ নেতারা

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৮, ২০১৭

---

রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ। সম্প্রদায়টির একটি প্রতিনিধি দল নির্যাতন বন্ধের আহ্বান জানাতে মিয়ানমারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়ক অশোক বড়ুয়া নির্যাতন বন্ধের অনুরোধ ও মিয়ানমারের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের বৌদ্ধদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।

এছাড়া সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে এ বছর প্রবারণা পূর্ণিমায় ফানুস না উড়িয়ে সেই অর্থ রোহিঙ্গাদের দান করতে সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর