g আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৫ই নভেম্বর, ২০১৭ ইং ১লা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১২, ২০১৭

---
আশুগঞ্জ প্রতিনিধি : গ্যাস সরবরাহেরদাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ফটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

আজ রোববার সকালে দুই ঘণ্টা ধরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মিছিল শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যাতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ সার কারখানা সিবিএর সভাপতি মো. বাবুল মিয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সার কারখানা সিবিএর সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহসভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহসভাপতি হাজি তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল, সরকার আমিনুল হক প্রমুখ।

সমাবেশে একাধিক বক্তা জানান, গত ৩ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর পর থেকে কারখানায় গ্যাস সংকট শুরু হয়েছে। এ কারণে সার উৎপাদন বন্ধ রয়েছে।

আশুগঞ্জ সার কারখানায় অবিলম্বে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়ে সিবিএ নেতারা বলেন, তা না হলে সার সরবরাহ বন্ধ করে দিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কারখানার ফটক বন্ধ রেখে সমাবেশ করায় সাত জেলায় দুই ঘণ্টা বন্ধ ছিল সার সরবরাহ।

এ জাতীয় আরও খবর